Techno Header Top and Before feature image

তফসিল ঘোষণা, বেসিস নির্বাচনের এবারের তারিখ ৩১ মার্চ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্বাচন কাণ্ডে ২০১৭ সাল জুড়ে সরগরমের পর অবশেষে তৃতীয় বারের মতো দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।
চলতি বছরের ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বেসিস নির্বাচন বোর্ড বুধবার দুপুরে ২০১৮-১৯ সেশনের এই নির্বাচনী তফসিল ঘোষণা করে। এতে জানানো হয় ডিটিও’র নির্দেশনা অনুযায়ী ২ বছর মেয়াদের জন্য ৯ পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুয়ায়ী নির্বাচনে ভোটার হতে সমস্ত বকেয়াসহ বাৎসরিক সদস্য ফি পরিশোধ করতে হবে। এজন্য সদস্যরা জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত সময় পাবেন ।

২০১৭ সালের শুরু হতেই নির্বাচন পদ্ধতি নিয়ে নেতাদের মতদ্বৈততা, আপিল-অভিযোগ চলে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও শাখার শুনানি, প্রথম দফায় ৮ জুলাই নির্বাচন বাতিল শেষে একই ইস্যুতে সংগঠনটির গঠনতন্ত্র পর্যন্ত সংশোধন করা হয়। এরপর দ্বিতীয় দফায় ঘোষিত ২৮ ডিসেম্বরের নির্বাচনও হয়নি।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন