![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভার্চুয়াল রিয়েলিটি ভিআর হেডসেট ভাইভের নতুন সংস্করণ উন্মোচন করেছে এইচটিসি। রেজুলেশন ও অডিও সাউন্ড কোয়ালিটি বাড়ানোর পাশপাশি হেডসেটটির ডিজাইনে আনা হয়েছে পরিবর্তন।
হেডসেটটির রেজুলেশন হবে ২৮৮০*১৬০০, যা আগের সংস্করণ ভাইভের চেয়ে ৭৮ শতাংশ বেশি।
ভাইভ প্রো থ্রিডি অডিও সমর্থন করবে বলেও জানিয়েছে এইচটিসি। এতে আরও থাকবে বিল্ট ইন অ্যামপ্লিফায়ার।
ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত ভাইভে যতো আপডেট এসেছে তার মধ্যে ভাইভ প্রোয়ের আপডেটই সবচেয়ে বেশি আলোড়ন ফেলতে সক্ষম হবে।
হেডসেটটি বছরের প্রথম ভাগেই বাজারে পাওয়া যাবে। তবে এর দাম সম্পর্কে এইচটিসি কোনো তথ্য জানায়নি।
ভাইভ প্রোয়ের পাশাপাশি এ বছরের প্রথম ভাগে এইচটিসি নতুন একটি ওয়্যারলেস অ্যাডাপ্টারও উন্মোচন করবে। এর সাহায্যে তার ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে ভাইভ ও ভাইভ প্রো।
ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি