Samsung IM Campaign_Oct’20

ট্রাম্পকে নিয়ে লেখা বই ফাঁস করলো উইকিলিকস

fire-trump-techshohor
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বই ফায়ার অ্যান্ড ফিউরি অনলাইনে ফাঁস করেছে উইকিলিকস।

বইটির লিখেছেন মাইকেল উলফ। গত শুক্রবার বইটি বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায়।

পাঁচ ঘণ্টা আগে নিজেদের টুইটার ও ফেইসবুক পেইজে গুগল ড্রাইভের একটি লিঙ্ক শেয়ার করে উইকিলিকস। সেই লিঙ্কে পুরো বইটির পিডিএফ ফাইল রয়েছে। তবে প্রকাশিত বইটির কপি আর ফাঁস হওয়া বইটির পিডিএফ কপি এক কিনা তা জানা যায়নি।

তবে বইটির ব্যাপারে উইকিলিকস নিজস্ব কোনো মতামত দেয়নি। বইটির বিক্রি কমাতে নাকি হার্ড কপি শেষ হওয়ায় বিকল্প ব্যবস্থা রাখতে এ বই ফাঁস করা হয়েছে তাও জানা যায়নি।

বইটিতে নির্বাচনের দিন থেকে শুরু করে ট্রাম্পের খাদ্যাভ্যাস, টিভি দেখার ধরন, হোয়াইট হাউজের কর্মকাণ্ড ও মন্ত্রীপরিষদের গঠন নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ট্রাম্প বইয়ের লেখক মাইকেল উলফের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন।

তিনি দাবি করেছেন, বইয়ে তাকে নিয়ে যা লেখে হয়েছে সেসব কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। তবে লেখক উলফের দাবি, বাইটি লেখার আগে তিনি ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছিলেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়েছেন।

এবিসি ডট নেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন