Header Top

সেলফি প্রেমীদের জন্য সিম্ফনির নতুন ফোন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেলফি প্রেমীদের জন্য নতুন স্মার্টফোন এনেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড সিম্ফনি।

‘সিম্ফনি পি৯ প্লাস’ মডেলের ফোনটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি স্পটলাইট। পিছনেও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এইচডিআর মোড, প্যানারোমা মোড, জিরো শাটার ডিলে, অটো সিন ডিটেকশন এবং বিউটি মোড।

বিউটি মোডের ফিচারগুলো হলো ফেইস হোয়াইটেনিং, আই এ্যানলার্জিং, ফেইস স্লিমিং, আই ডার্ক সার্কেল রিমুভ, নোজ হাইলাইটিং এবং আইরিশ কনট্রাস্ট। ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও সহজে ছবি তোলা যাবে।

অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ৬৪বিটের অক্টাকোর প্রসেসর। যা ১.৩ গিগাহার্জ পর্যন্ত সাপোর্ট করে। ৩ জিবি র‍্যাম ও ৩২জিবি রম রয়েছে ফোনটিতে।

৫.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যার পিপিআই ৪০১। এক ডিসপ্লেতেই দুটি অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে ফোনটিতে।

ডুয়াল সিমের স্মার্টফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি আছে ৩০০০ মিলিএ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে যা সারাদিন চার্জ থাকার নিশ্চয়তা দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

ব্ল্যাক এবং গোল্ড কালারে সারাদেশে সিম্ফনির শো-রুমে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৪৯০ টাকায়। সঙ্গে একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট উপহার দিচ্ছে সিম্ফনি ।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন