Header Top

ভাঁজ হবে এলজি টিভি

LGD-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাসায় সবাই চায় টিভি একটু বড়সড় হোক। জায়গার অভাবে এমন টিভি অনেকেই কিনতে দ্বিধায় পড়ে যান। এ সমস্যা সমাধান করতে এবার সিইএসে এলজি নিয়ে এসেছে ভাঁজ করে গুটিয়ে রাখার মতো ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি।

মূলত বাড়ি বদল করার সময় সহজেই অন্য জায়গায় স্থানান্তরের জন্য এই প্রযুক্তির টিভি কাজে লাগবে বলে মনে করনে নির্মাতারা।

ফোর-কে রেজুলেশনের টিভিটি নিজ থেকেই গুটিয়ে ছোট হয়ে ডেস্কে থাকতে পারবে।

LGD-65-inch--techshohor

এর পাশাপাশি এলজি ৮৮ ইঞ্চিরও এক মডেলের টিভি আনতে যাচ্ছে। এর রেজুলেশন হবে ৪কে।টিভিটিতে অন্যান্য ১০৮০ পিক্সেলের ফুল এইচডি স্ক্রিনের চেয়ে ১৬ গুণ বেশি পিক্সেল পাওয়া যাবে।

চার বছর আগে এলজি ১৮ ইঞ্চি ওএলইডি টিভি মুড়িয়ে রাখার প্রযুক্তি প্রদর্শন করেছিল। ১৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেটি একটি শেইপে ভাঁজ করে কালো একটি স্ট্যান্ডে রাখার সুবিধা ছিল।

নতুন এ মডেল সম্পর্কে এলজি বেশ জোর দিয়ে বলেছে, প্রযুক্তিটি মাত্র ৬৫ ইঞ্চি প্যানেলের জন্য নয়, বরং ১০০ বা আরও বেশি ইঞ্চি টিভির জন্য তৈরি করা হয়েছে।

নতুন প্রযুক্তিটি টিভির বাইরে ভাঁজ করার মতো ট্যাবলেট তৈরিতে কাজে লাগবে। হয়ত সেই সময় বড় ফোন বা ট্যাবলেট বয়ে বেরানোর সমস্যা আর থাকবে না।

নতুন ৬৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের টিভিটি ভাঁজ করে রাখার পদ্ধতি সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন