![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৮। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজন করা হয়েছে।
তবে সার্চ জায়ান্ট গুগল বছরকে স্বাগত জানাতে একটি সিরিজ ডুডল করেছে। ৩১ ডিসেম্বর থেকেই ওই ডুডলগুলোর দেখা মিলছে।
তবে মজার কথা হলো, নতুন বছরের নতুন সূর্যের মাধ্যমেই গুগল সবাইকে তাদের ডুডলের মাধ্যমে স্বাগত জানিয়েছে।
১ জানুয়ারি থেকেই এই ডুডল গুগলের সিরিজে যুক্ত হয়েছে।
এছাড়াও ২০১৮ সালকে স্বাগত জানাতে বেশকিছু ডুডল করেছে সার্চ জায়ান্টটি।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নতুন বছরকে স্বাগত জানিয়ে লাখো পোস্টে ছেয়ে গেছে টাইমলাইন।
নতুন বছরকে স্বাগত জানানো, অন্যকে শুভেচ্ছা জানানো, নিজেদের পরিকল্পনাসহ নানা কিছুই পোস্ট করছেন ব্যবহারকারীরা।
তবে বেশিরভাগ পোস্টেই ফেইসবুক ব্যবহারকারীরা মানুষকে আরো সহনশীল এবং মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছেন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি