![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউএসবি এবং ওয়্যারলেস প্রিন্টিং সুবিধা দিতে ব্রাদারের নতুন একটি প্রিন্টার এনেছে গ্লোবাল ব্র্যান্ড।
প্রিন্টারটির এম এফ সি ৯৩৩০ সি ডি ডাব্লিউ মাল্টি ফাংশনাল। প্রিন্টারটি তারসহ এবং তারবিহীন দুই ভাবেই কাজ করতে সক্ষম।
গুগল ক্লাউড এবং মোবাইল থেকে সরাসরি প্রিন্টিং কাজ করা যাবে। এম এফ সি ৯৩৩০ সি ডি ডাব্লিউ প্রিন্টারটি আপনার অফিসের যাবতীয় প্রিন্টিং, স্ক্যানিং, কপি এবং ফ্যাক্স এর কাজ করবে।
শুধু তাই নয়, ডাবল সাইড প্রিন্ট ফাংশন, ফ্যাক্স করার ক্ষমতা এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন প্রিন্টারটি ৯.৩ ইঞ্চি কালার টাচ স্ক্রিন কন্ট্রোল সমৃদ্ধ।
প্রিন্টারটির দাম আট হাজার ২০০ টাকা।
দেশে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় প্রিন্টারটি পাওয়া যাবে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি