Techno Header Top and Before feature image

নকিয়া ৩৩১০ অ্যান্ড্রয়েডে আসছে!

Nokia 3310-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফিরে এসে আবার জনপ্রিয় হয়েছে নকিয়া ৩৩১০ ফোনটি। তবে  সেটি ছিল ফিচার ফোন।

প্রথমে টুজি, পরে সেটির সংস্করণ হিসেবে আনা হয় থ্রিজি। এবার ফোনটির অ্যান্ড্রয়েড ফোরজি সংস্করণ আনছে নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

নকিয়া ৩৩১০ ফোরজি সংস্করণের জন্য় বেশিদিন অপেক্ষাও করতে হবে না। ২০১৮ সালের জানুয়ারিতেই ফোনটি বাজারে ছাড়া হবে বলে গুঞ্জন শোনা যাাচ্ছে।

Nokia 3310-TechShohor

নতুন ফোনটিতে থাকছে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য এলটিই নেটওয়ার্ক সমর্থন, দ্রুতগতির ইন্টারনেট কাজে লাগানোর জন্য অ্যান্ড্রয়েডের ওপর তৈরি ইউনওএস অপারেটিং সিস্টেম।

গুগল প্লে সমর্থন থাকার সম্ভাবনা না থাকলেও যদি ফোনটি অ্যান্ড্রয়েড গো এর ওপর তৈরি করা হয় তাহলে বেশ কিছু কাজ চালানোর মত অ্য়াপ এতে ব্যবহার করা যাবে।

আলিবাবার সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনা ফোনটিতে টাচস্ক্রিন নাও থাকতে পারে, তবে বাটন ও ডিজাইনে পরিবর্তন থাকছে না।

ফিচার ফোনে জনপ্রিয় নকিয়া ৩৩১০ অ্যান্ড্রয়েডে কতটুকু জনপ্রিয় হয় তা দেখার জন্য এখন শুধু  অপেক্ষাই করতে হবে।

স্ল্যাশগিয়ার অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন