![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন বছরের শুরুতেই মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য ফোন আনছে এইচটিসি। ‘ইউ১১+’ নামে ফোনটি উন্মোচন হতে পারে জানুয়ারিতে।
ওসেন হারমনি কোড নামে ডিভাইসটি তৈরির কাজ করে যাচ্ছে এইচটিসি। ফোন বিষয়ক সংবাদ মাধ্যম জিএসএমএরিনায় প্রকাশিত এই প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
ফাঁস হওয়া তথ্যমতে, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট। ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি এতে থাকতে পারে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।
৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে থাকবে ডিভাইসটির রেশিও হবে ১৮:৯। এছাড়া থাকবে ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইফাই, ব্লুটুথ ও ডুয়েল সিম সুবিধা।
ডিভাইসটির মূল্য কত হবে সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। তবে বাংলাদেশি টাকায় ২০ থেকে ৩০ হাজার টাকার আশেপাশে হতে পারে।
‘ইউ১১+’ ছাড়াও আগমী বছর দেখা মিলবে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ডিভাইস ইউ১২। এতে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর ও ডুয়েল ক্যামেরা। তবে কবে নাগাদ আসবে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি