![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আইটি কনসাল্টিং কোম্পানি ইজেনারেশন ডিজিটাল ওয়ার্ল্ডের বেস্ট স্টল বিভাগে পুরস্কার পেয়েছে।
পুরস্কারটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইজেনারেশনের হাতে তুলে দেওয়া হয়।
পুরস্কারটি প্রদান করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় সেখানে আরও ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।
ইজেনারেশনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানিটির হেড অফ অপারেশনস এমরান আবদুল্লাহ।
ডিজিটাল ওয়ার্ল্ডের ইজেনারেশনের স্টলে ছিল আইকিউ টেস্ট প্রতিযোগিতা।
এছাড়াও স্টলটিতে ছিল ইজেনারেশনের ডেভেলপ করা গেইম খেলার ব্যবস্থা, অ্যাপলিকেশন শোকেসিং, পাসওয়ার্ড সিকিউরিটি চেকআপ ও বাংলা ভাষার ভয়েজ টু টেক্সট টেকনোলজি।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি