বিজ্ঞানের গবেষণায় ডেল দিল ১০ ল্যাপটপ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিক্ষার্থীদের বিজ্ঞানের ব্যবহারিক কাজে প্রশিক্ষণ ও গবেষণা করতে ১০টি ল্যাপটপ দিয়েছে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) পরিচালিত ‘মাকসুদুল আলম বিজ্ঞানাগার’কে এই ১০ ল্যাপটপ উপহার দিয়েছে ডেল।

রোববার ঢাকার ডেল কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ল্যাপটপ হন্তান্তর করেন ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

Techshohor Youtube

ম্যাসল্যাবের পক্ষে ল্যাপটপগুলো গ্রহণ করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসপিএসবির কোষাধ্যক্ষ বায়েজিদ ভূঁইয়া, সমন্বয়ক জেসমিন আকতার ও ল্যাব ব্যবহারকারীদের পক্ষে তানভীর পাশা ও গোলাম মোর্শেদ।

অনুষ্ঠানে ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান বলেন, এই ল্যাপটপ দেওয়ায় ল্যাব ব্যবহারকারীরা খুব সহজে তাদের কাজ করতে পারবেন। এছাড়া ম্যাসল্যাবের শিক্ষার্থীরা ডেলের ঢাকা কার্যালয়ে স্থাপিত সার্ভারসহ এক্সপেরিয়েন্স জোন ব্যবহারের সুবিধা পাবেন বলেও জানান তিনি।

ডেল কম্পিউটারকে ল্যাপটপের জন্য ধন্যবাদ জানিয়ে মুনির হাসান বলেন, তাদের ল্যাবের একটি উদ্যোগ হলো বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ ল্যাবকর্মীদের গ্রামের বিদ্যালয়ে পাঠানো। ল্যাপটপের ফলে এই কার্যক্রম আরও গতিশীল ও আনন্দদায়ক হবে।

উল্লেখ্য, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞানে আগ্রহী করে গড়ে তোলার জন্য এসপিএসবির উদ্যোগে মাকসুদুর আলম বিজ্ঞানাগার প্রতিষ্ঠা হয় ২০১৫ সালে। বর্তমানে এলিফেন্ট রোডে ল্যাবের কার্যক্রম চালু রয়েছে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন