ডিলারদের সঙ্গে লেনোভোর সভা

lennovo-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সির : সারাদেশের ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘লেনেভো বিজনেস ডিস্কাশন ২০১৭। গ্লোবাল ব্র্যান্ডের আয়োজিত এ সভায় ডিলারদের সামনে লেনেভোর কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

শুরুতে লেনোভোর বর্তমান বাজার অবস্থা সম্পর্কে কথা বলেন লেনোভো ইন্ডিয়ার এক্সিকিউটিভ রাজেস থারানি।

অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার।

Techshohor Youtube

lennovo-techshohor

গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুর ফাত্তাহের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস, কামরুজ্জামান ও সারাদেশের ডিলাররা।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন