গুগল সার্চের শীর্ষে সাবিলা নূর

sabila-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরজুড়ে গুগলে কি বা কাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার একটি তালিকা দিয়েছে গুগল। ট্রেন্ডিং ইন ২০১৭ বাংলাদেশ প্রকাশ করেছে গুগল। যেখানে আছে গুগলের সার্চেস, পিপল ও নিউজ বিভাগের তালিকা।

সার্চেস বিভাগে আছে বেশ কয়েকটি বলিউড ছবির নাম। এ তালিকায় সবচেয়ে ওপরে আছে তির, জাগ্গা জাসুস, দঙ্গল, আইপিএল, এসএসসি রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল।

পিপল বিভাগে ১০ জনের তালিকার সবার ওপরে আছেন অভিনেত্রী সারিলা নূর, দুইয়ে আছেন মিয়া খলিফা, তিন নম্বরে আছেন তাসকিন আহমেদ। তালিকায় থাকা বাকিরা হলেন অভিনেতা শাকিব খান, মোশাররফ করিম, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জান্নাতুল নাইম এভ্রিল, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, অভিনেত্রী শবনম বুবলি ও গায়ক আতিফ আসলাম।

Techshohor Youtube

google-search-techshohor

নিউজ বিভাগে শীর্ষে থাকা বিষয়গুলো হচ্ছে, শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া ও সাইক্লোন মোরা।

বৈশ্বিকভাবে তৈরি করা কনজুমার টেক’ বিভাগের তালিকায় শীর্ষে আছে আইফোন ৮, আইফোন এক্স, নিনটেনডো সুইচ, স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এক্সবক্স ওয়ান এক্স।

এছাড়াও পুরো বিশ্বের মানুষ সার্চেস বিভাগে সবচেয়ে বেশি খুঁজেছে হারিকেন ইরমা, আইফোন এক্স, ম্যাট লয়্যার ও মেগান মার্কেলকে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন