Techno Header Top and Before feature image

ওরিও পেল নকিয়া ৫

oreo-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: আপডেটের ব্যাপারে নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল আবারও কথা রেখেছে। বছর শেষের আগেই তারা মাঝারী মূল্যের ডিভাইস নকিয়া ৫ এর জন্য ওরিও আপডেটের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে।

এইচএমডি গ্লোবালের সর্বপ্রথম ফোন নকিয়া ৬ এর আগেই নকিয়া ৫ আপডেট পাচ্ছে। যদিও নকিয়ার মুখপাত্র জানিয়েছেন, নকিয়া ৬ এর জন্যেও দ্রুতই ওরিও আপডেট আসছে।

আপডেটটি পেতে হলে এইচএমডি গ্লোবালের বেটা ল্যাবস ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। ফোনের সকল তথ্য দেওয়ার পর ওটিএ আকারে আপডেটটি ফোনে পৌঁছে যাবে।

মাঝারী স্পেসিফিকেশনের ফোনটি অ্যান্ড্রয়েড নোগ্যাট অপারেটিং সিস্টেম নিয়েই বাজারে এসেছিল। ফেব্র‌ুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রতি মাসেই ফোনটি সিকিউরিটি আপডেট পেয়েছে। পরবর্তীতে নকিয়া ৬ ও ৩ ফোন দুটিও ওরিও আপডেট পাবে বলে জানা গেছে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন