Header Top

দ্রুত ডাউনলোড সুবিধা আসছে ক্রোম অ্যান্ড্রয়েডে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: মোবাইলে গুগল ক্রোমের জনপ্রিয়তা থাকলেও বড় ফাইল ডাউনলোডের জন্য ক্রোমে সমস্যার শেষ নেই।

বেশীরভাগ সময়ই ডাউনলোডের মাঝখানে ফাইল করাপ্ট হয়ে যাওয়া বা স্পিড একেবারে কমে যাওয়ার সমস্যায় ভুগতে হয়। সেটি বদলাতে ক্রোমের নতুন আপডেটে ডাউনলোড অংশটির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্রোম ৬৪ আপডেটে প্যারালেল ডাউনলোড ফিচারটি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে একটি ফাইল বেশ কয়েকটি টুকরো করে প্রতিটি টুকরো একই সময় ডাউনলোড করা হবে।  জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার আইডিএম ঠিক এভাবেই কাজ করে। তবে যেখানে আইডিএম ফাইলগুলোকে ৫ থেকে ১০ ভাগ করে ডাউনলোড করে সেখানে ক্রোম করবে মাত্র ৩ ভাগ।

ডাউনলোড করা সবগুলো ফাইল একটি ফোল্ডারে জমা হবার ফলে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। তা কমাতে যুক্ত করা হচ্ছে ফাইল ভেদে ডাউনলোড ফোল্ডার বদলের সুবিধা।

নতুন ফিচার দুটি আপাতত ক্রোম ক্যানারি অথবা ক্রোম বেটা সংস্করণে পাওয়া যাবে, তবে দ্রুতই আপডেটটি সবার জন্য উন্মোচন করা হবে বলে জানিয়েছে গুগল।

এক্সডিএ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন