ব্লকচেইনে ভোট নেবে রাশিয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: প্রযুক্তি বিশ্বে এসময়ের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি ব্লকচেইন। জটিল এই ডাটাবেইজ নির্ভর প্রযুক্তিটির ফলেই বাজারে রয়েছে সকল ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি, যেমন বিটকয়েন ও এথেরাম।

ব্লকচেইনের মাধ্যমে করা প্রতিটি লেনদেন সুস্পষ্টভাবে ডাটাবেইজে টুকে রাখা হয় এবং ব্লকচেইনের ব্যবহারবিধির ফলে তার প্রতিটি ব্যবহারকারী সেগুলো চাইলেই দেখতে পারেন। লুকানোর কোনো উপায় নেই। এরূপ স্বচ্ছ ও নিরাপদ ডাটাবেইজ প্রযুক্তি সাধারণ নির্বাচনে কাজে আসবে বলে ধারণা করছেন রুশ বিশেষজ্ঞরা।

Techshohor Youtube

তবে রাশিয়ার ই-ইলেকশন ব্যবস্থার জন্য নতুন করে ব্লকচেইন তৈরি না করে তারা সরাসরি এথেরাম ব্লকচেইন ব্যবহারের কথা ভাবছেন। পুরো পৃথিবী জুড়ে এটি ব্যবহার হবার ফলে স্বচ্ছতা বজায় রেখে এবং হস্তক্ষেপ বন্ধ করে নির্বাচনকে আরও নিরপেক্ষ করা যাবে। তবে এথেরামের মাধ্যমে কেনাকাটার ফলে ব্লকচেইনে অন্যান্য তথ্যের ভিড়ে নির্বাচনের ভোটগুলো হারিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

ব্লকচেইনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করলে সরকারের প্রতি ভোটারদের আস্থা ফিরে আসবে বলে ধারণা করছেন মস্কোর কর্মকর্তারা।

বিবিসি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন