Techno Header Top and Before feature image

হুমকির মুখে ব্যবহারকারীদের তথ্য

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: অ্যান্ড্রয়েডের জনপ্রিয় কিবোর্ড অ্যাপ্লিকেশন এআইটাইপের নির্মাতা এটিয়ান ফিটুসির সার্ভারে ব্যবহারকারীদের ৫৭৭ গিগাবাইট তথ্য অরক্ষিত অবস্থায় পেয়েছে ক্রোমাটেক সিকিউরিটি সেন্টারের গবেষকদল। ধারণা করা হচ্ছে এসব তথ্য এরই মধ্যে হ্যাকারদের হাতে পৌঁছে গেছে।

এই ডাটাবেইসে রয়েছে এআই টাইপ ব্যবহারকারীদের ফোনের আইএমইআই, সেইভ করা শব্দ, টাইপ করা পাসওয়ার্ড, লগইন ইমেইল ও ইউজারনেইম, ব্যক্তিগত ও গোপনীয় তথ্য।

এআইটাইপ যেখানে ব্যবহারকারীদের সকল তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি করছে, সেখানে ডাটাবেইজটি পাসওয়ার্ড ও এনক্রিপশন ছাড়াই ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত ছিল।

ডাটাবেইজটি থেকে এপর্যন্ত ১ কোটি ৭ লাখ ব্যবহারকারীর ইমেইল, ৩৭ কোটি ৫৬ লাখ ব্যবহারকারীর ফোন নম্বর পাওয়া গেছে।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন