![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল ২০১৮ সালের ১৯ জানুয়ারি দুটি নতুন ফোন নিয়ে বাজারে আসবে।
ফোন দুটির মধ্যে রয়েছে বহুল আলোচিত মডেল নকিয়া ৯ এবং ইতোমধ্যে বাজারে আসা নকিয়া ৮ এর নতুন সংস্করণ।
একই নামে নতুন ফোন বাজারে আনা প্রথম শুরু করে স্যামসাং। নকিয়া ৮ এর নতুন সংস্করণের মাধ্যমে ধরে নেয়া যেতে পারে আগামী বছর নকিয়া ২, ৩, ৫ ও ৬ মডেলগুলোর নতুন সংস্করণ আসতে পারে।
নকিয়া ৯ নিয়ে নতুন কিছু না জানা গেলেও, এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ফোনটিতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চি ১৮:৯ অনুপাতের কোয়াড এইচডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ও ডুয়াল ক্যামেরা।
নকিয়া ৮ এর নতুন সংস্করণেও লম্বাটে ১৮:৯ ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ নাও থাকতে পারে।
তবে দুটি ফোনেই হেডফোন জ্যাক বাদ পড়তে পারে। তার বদলে ফোন দুটি আইপি৬৭ পানি ও ধুলা নিরোধী করে তৈরি করা হবে।
গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি