বুয়েটে অটো ফেস্ট প্রতিযোগিতা

aouto-fest-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের ও বুয়েট অটো মোবাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল অটো ফেস্ট প্রতিযোগিতা।

গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বুয়েটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

aouto-fest-techshohor

Techshohor Youtube

শেষ দিনে বুয়েটের শিক্ষার্থীরা ক্যাড সফটওয়্যার ব্যবহার করে নতুন গাড়ীর নকশা তৈরী করে। নকশা তৈরীর এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় ক্যাড ক্রাঞ্চ অটোমোবাইল ডিজাইনিং কন্টেস্ট।

গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন