অ্যাডোবি ফটোশপে এআই প্রযুক্তি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবির নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করতে ও ব‍্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হয়েছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে।

‘সিলেক্ট সাবজেক্ট’ নামের নতুন ফিচারটির সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে।

অ্যাডোবির পক্ষ থেকে বলা হয়েছে, ফটোশপ সিসি সফটওয়্যারের পরের সংস্করণে  ব্যবহারকারীরা নতুন ফিচারটি পাবেন।

Techshohor Youtube

ছবি সম্পাদনার কাজে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারের নাম অ্যাডোবি ফটোশপ। ছবি থেকে কোনো বস্তু নির্বাচন করতে সফটওয়‍্যারটিতে কুইক ও ম‍্যাজিক সিলেকশন টুলস নামে দুটি ফিচার রয়েছে।

তবে এ ফিচারগুলো ব‍্যবহার করে ছবিতে থাকা কোনো বন্তুর নির্দিষ্ট অংশ নির্বাচন করতে অধিক সময় ব‍্যয় হয়। এ কাজ মাত্র এক ক্লিকেই করা যাবে ‘সিলেক্ট সাবজেক্ট’ নামে নতুন ফিচারের মাধ‍্যমে।

এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের গ্রাফিক্স ডিজাইনারদের ছবি সম্পাদনার কাজে অনেক সময় বেঁচে যাবে। মাত্র এক ক্লিকেই পরিবর্তন করা যাবে ছবির ব‍্যাকগ্রাউন্ড।

১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজার ভিডিওতে নতুন ফিচারটি কিভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। ভিডিওটি একদিনে ৬৭ হাজারের বেশি ভিউ হয়েছে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন

*

*

আরও পড়ুন