ওরিও পেলো এইচটিসি ইউ১১

HTC-U11-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নকিয়া ৮ এর পর এবার ওরিও আপডেট পেলো এইচটিসি ইউ১১।

কোম্পানিটির প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো ভার্সি নিশ্চিত করেছেন, ইউ১১ এর যুক্তরাষ্ট্র সংস্করণের ফোনগুলো সোমবার থেকে ওরিও আপডেট পেতে শুরু করেছে। আপডেটটি ডাউনলোড করতে প্রয়োজন হবে পুরো এক জিবি ডাটা।

এর আগে তাইওয়ানের ব্যবহারকারীরা এইচটিসি ইউ১১ ফোনটিতে ওরিও আপডেট পেয়েছিলো।

Techshohor Youtube

HTC-U11-techshohor

গত অগাস্টে প্রতিষ্ঠানটি জানায়, এইচটিসি  ইউ আলট্রা ও এইচটিসি ১০ ফোন দুটিতেও ওরিও আপডেট পাঠানো হবে। তবে কবে নাগাদ ফোনগুলো ওরিও ৮ আপডেট পাবে তা জানানো হয়নি।

এ পর্যন্ত ওরিও আপডেট পাওয়া ফোনগুলি হলো পিক্সেল ২, পিক্সেল এক্সএল, সনির এক্সপেরিয়া এক্সজেড ও এক্সজেডএস, নকিয়া ৮, ওয়ানপ্লাস থ্রি, থ্রিটি, ভাইভ, স্যামসাং গ্যালাক্সি এস ৮, এলজি ভি৩০ ও এসেনশিয়াল ফোন।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন