![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অধিগ্রহণের পর বেশ জোরেশোরে স্মার্টফোন বাজারে ফিরতে উঠে পড়ে লেগেছে নকিয়া। এরই অংশ হিসাবে লুমিয়া সিরিজের আরও দুটি মডেল ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের বিল্ড কনফারেন্সের এক অনুষ্ঠানে লুমিয়া ৬৩০ এবং লুমিয়া ৬৩৫ ফোন দুটি আনার ঘোষণা দেওয়া হয়েছে। এ দুটি মডেল চলবে জায়ান্টটির সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১-এ।
দুটি মডেলের ডিসপ্লের আকার ৪.৫ ইঞ্চি। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়ার্ড কোর স্ন্যাপড্রাগন প্রসেস। ৫১২ মেগাবাইট র্যামচালিত এ দুটি হ্যান্ডসেটের স্টোরেজ সুবিধা ৮ গিগাবাইট, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ছবি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছ ১৮০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি।
নকিয়া লুমিয়া ৬৩০ স্মার্টফোনটি ডুয়াল সিম সংস্করণেও পাওয়া যাবে। যার মূল্য হবে ১৬৯ ডলার।
চলতি বছরের মে থেকে এশিয়ার বাজারে পাওয়া যাবে স্মার্টফোন দুটি বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
– ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি