![]() |
শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বর্তমান বাজারে প্রিমিয়াম মানের বেশ কিছু ট্যাবলেট রয়েছে। তবে যারা প্রথমবারের মতো স্মার্ট ডিভাইস ব্যবহার করছেন কিংবা স্মার্টফোন দিয়ে কাজ চালাচ্ছেন, তারা শুরুতেই দামি ট্যাব কিনতে চান না। তাদের জন্য কাজ চালানোর মতো একটি বেসিক ট্যাব কোবি মিড৭০৫৯।
ডিজাইন
কালো প্লাস্টিক বডির ট্যাবটির পুরুত্ব মাত্র ০.৫ ইঞ্চি। স্ক্রিনের নিচে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। চারপাশের বেজেলগুলো বেশ পুরু। সুবিধাজনক আকারের কারণে বড় পকেটে সহজে এঁটে যাবে।
ডিসপ্লে
এর এলসিডি ডিসপ্লের আকার ৭ ইঞ্চি, রেজুল্যুশন ১০২৪*৬০০ পিক্সেল। ছবির মান খুব বেশি উন্নত নয়। তবে মাল্টিটাচ সাপোর্ট করে।
কানেক্টিভিটি
এর প্রধান কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ও ইউএসবি। টুজি ও থ্রিজি নেটওয়ার্ক সাপোর্ট করে।
মনিটর বা টিভির স্ক্রিনের সঙ্গে সংযোগের জন্য এইচডিএমআই পোর্ট রয়েছে। পেছনে ২ মেগাপিক্সেল ও সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
কনফিগারেশন
অ্যামলজিক কর্টেক্স এ৯ ১ গিগাহার্জ প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে। র্যাম ১ জিবি। বিল্ট-ইন মেমরি ৪ জিবি, যা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।
পারফরম্যান্স
এটির অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডুইচ। কিছু পুরনো এডিশন বটে, কিন্তু অ্যান্ড্রয়েডের বেসিক ফিচারগুলো মোটামুটি উপভোগ করা যাবে।
মাঝারি মানের গেইমগুলো খেলা যাবে তবে হাই কোয়ালিটি অ্যাপ চালাতে সমস্যা হতে পারে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে তেমন সমস্যা হবে না, যদি না খুব উচ্চমানের ভিডিও হয়। এ ছাড়া ব্রাউজিং, ভিডিও চ্যাট ইত্যাদি ঝামেলাবিহীনভাবে করা যাবে।
ব্যাটারি
৩৪০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে।
পেশাদার বা গুরুত্বপূর্ণ কাজের উপযোগী না হলেও শিক্ষার্থীদের কাজে কিংবা শিশুদের ছোটখাটো গেইম খেলার জন্য ট্যাবটি বেশ আদর্শ।
দেশের বাজারে এর দাম ১২ হাজার টাকা।
এক নজরে ভালো
– কম দামে ভালো মানের ফিচার
– সহজে বহনযোগ্য
এক নজরে খারাপ
– পুরনো ওএস ও হার্ডওয়্যার
– ডিসপ্লে ও পারফরম্যান্স দুর্বল
– বিশেষ কোনো ফিচার নেই