![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী দামের ভালো মানের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে শাওমির খ্যাতি রয়েছে।
তবে শুধু স্মার্টফোন নয়, ব্যাগ, ক্যামেরা, রাউটার থেকে শুরু করে টুথব্রাশও তৈরি করে প্রতিষ্ঠানটি । সেই ধারাবাহিকতায় শাওমি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে নতুন পাঁচটি পণ্য বাজারে আনতে যাচ্ছে।
নতুন পণ্যের তালিকায় রয়েছে এমআই স্পেয়ার ক্যামেরা, শাওমি এমআই রোবট, দুইটি হেডফোন এবং পাওয়ার ব্যাংক । ২৪ নভেম্বর থেকে পণ্যগুলো অ্যামাজনে বিক্রি শুরু হবে।
শাওমি এমআই রোবটটিকে চাইলে কোড করে প্রোগ্রাম করে নিয়ন্ত্রণ করা যাবে। তিনটি মুডে কাজ করবে এটি। রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস প্লার্টফর্মে রয়েছে অ্যাপ। এটির মূল্য ১৩৯ মার্কিন ডলার।
এমআই স্পেয়ার ক্যামেরাটি বর্গাকৃতির। এতে রয়েছে ২৩.৮৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটি দিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও রেকর্ড করা যাবে। ২৩০৪×১১৫২ ও ৬০ এফপিএস এবং ৩৪৫৬×১৭২৮ ও ৩০ এফপিএস এই দুই মুডে ভিডিও শুট করা যাবে ক্যামেরাটি দিয়ে। পানিরোধক সুবিধা থাকায় ডিভাইসটি দিয়ে পানির নিচে ছবি তোলা যাবে অনায়াসে। ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার।
নতুন পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মূল্য ২৯ মার্কিন ডলার। এছাড়া হেডফোন দুইটি মূল্য যথাক্রমে ১৩০ ও ২৫ ডলার।
দ্য ভার্জ অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি