![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : পিসির মত অনেক উৎসের বদলে একটি মাত্র নিরাপদ স্টোর হতেই সকল সফটওয়্যার মেলায় ম্যালওয়্যারের হামলা থেকে বেঁচে যান বেশীরভাগ স্মার্টফোন ব্যবহারকারী।
তবে সম্প্রতি নকিয়ার প্রকাশিত এক রিপোর্ট বলছে, অল্পসংখ্যক হলেও ম্যালওয়্যারের কবলে পড়ছে স্মার্টফোন।
চেনা জানা অ্য়াপের মাঝে লুকিয়ে ছড়ানো ম্য়ালওয়্যারেই আক্রান্ত হচ্ছেন বেশীরভাগ ব্যবহারকারী। গুগল প্লে বা অ্যাপল অ্যাপস্টোরের বাইরের অ্যাপ ইন্সটল করাকে এর কারণ হিসেবে নকিয়া থ্রেট ইন্টেলিজেন্স ল্যাবের নিরাপত্তা বিশেষজ্ঞরা দায়ী করছেন।
রিপোর্ট অনুযায়ী, প্রতি মাসে শূন্য দশমিক ৯৫ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে।
ছড়িয়ে পড়া ম্যালওয়্যারের মাঝে প্রথম স্থানে রয়েছে অ্যাডওয়্যার উয়াপুশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে র্যানসমওয়্যার জিসুন ও ৩য় স্থানে আছে ট্রোজান মার্চার।
উয়াপুশ ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করে, মার্চার চুরি করে তথ্য ও জিসুন পিসির র্যানসমওয়্যার লোকি বা ওয়ানাক্রাই এর মত ফোনের তথ্য আটক করে মুক্তিপণ দাবি করে। এ ধরণের সমস্যা থেকে বাঁচতে গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইন্সটল করতে নকিয়ার গবেষকরা না করেছেন।
তবে ম্যালওয়্যার ছড়ানোর পরিমাণ বিগত বছরের চাইতে কমে এসেছে বলে জানিয়েছে নকিয়া।
জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি