ব্যবহারকারী বাড়াতে নতুন রূপে আসছে স্ন্যাপচ্যাট

snapchat-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে নতুন রূপে হাজির হতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। অ্যাপটি মুলত কিশোর-কিশোরীদের কাছেই বেশি জনপ্রিয়।

তাই এবার সব বয়সী মানুষকে আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও ইভান স্পিগেল বলেছেন, অনেক বছর থেকেই আমরা শুনে আসছি স্ন্যাপচ্যাট ব্যবহার করা কঠিন। অনেক মানুষের কাছেই এটা জটিল বলে মনে হয়েছে।

Techshohor Youtube

তাই তাদের মতামতকে প্রধান্য দিয়েই স্ন্যাপচ্যাটকে ইউজার ফ্রেন্ডলি বানানো হচ্ছে। শুধু তাই নয়, অ্যাপটি ব্যবহার করা আরও সহজ করে তুলতে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে একটি ম্যানুয়াল গাইডও দেওয়া থাকবে।

evan-spiegel-techshohor
স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল

তবে তিনি আশংকা প্রকাশ করে বলেছেন, অ্যাপটির আমূল পরিবর্তন ঘটলে পুরানো ব্যবহারকারীরা বিরক্ত হতে পারেন। এতে অ্যাপটি ব্যবহার করা থেকে  তারা বিরতও থাকতে পারেন।

তবে কবে নাগাদ স্ন্যাপচ্যাটের নতুন সংস্করণ উন্মোচন করা হবে সে ব্যাপারে কোনো তথ্য দেননি স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল।

দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন