Samsung IM Campaign_Oct’20

ফোর্বসের ক্ষমতাধরদের তালিকায় প্রযুক্তি বিশ্বের ১৫ নারী

Sheryl-Sandberg-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ১০০ ক্ষমতাধর নারীদের একটি তালিকা প্রকাশ করেছে।

রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও মানবসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকা নারীদের নিয়েই এ তালিকা তৈরি করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছেন প্রযুক্তি দুনিয়ার ১৫ জন নারী।

তালিকাটির শীর্ষ ১০ এ আছেন প্রযুক্তি দুনিয়ার তিন ক্ষমতাধর নারী। এর মধ্যে তালিকার চার নম্বর স্থানটি দখল করেছেন ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ।

Sheryl-Sandberg-techshohor
শেরিল স্যান্ডবার্গ

ছয় নম্বরে আছেন ইউটিউবের সিইও সুজান ওযোকি। তালিকায় আইবিএম সিইও জিনি রোমেট্টির অবস্থান ১০।

এরপরে ১২ নম্বর স্থানটি দখলে নিয়েছেন এইচপির সিইও মেগ হুইটম্যান। ১৩ নম্বরে অবস্থান করছেন অ্যাপলের রিটেইল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা আরেন্ডস।

তালিকায় থাকা বাকিরা হলেন সাফরা কাটজ, রুথ পোরাট, লুসি পেং, অ্যামি হুড, জিন লিউ, কুনফিই ঝু, রোশনি নাদার মালহোত্রা, সোলিনা চাউ, জুডি ফকনার ও ব্যালিন্ডা জনসন।

বিশ্বের ২৯ দেশ থেকে ১০০ ক্ষমতাধর নারীর এই তালিকা তৈরি করেছে ফোর্বস। শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম অবস্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফোবর্স অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন