মাঝারি বাজেটে হেডফোনের রাজা ইনসিয়ার টি২

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : স্বল্পমূল্যের হেডফোন বাজারে চীনা নির্মাতাদের জয়জয়কার। এর মধ্যে নতুন একটি নাম ‘ইনসিয়ার’। ইনসিয়ারের টি২ মডেলের হেডফোনটি সাউন্ডের মানের মাধ্যমে নিজেকে তুলে ধরেছে।

হেডফোনটির ভালো-মন্দ জানার চেষ্টা করা হয়েছে ব্যবহার অভিজ্ঞতা থেকে। সেগুলোই নিচে তুলে ধরা হলো।

এক নজরে ইনসিয়ার টি২

Techshohor Youtube
  • ২০-২০,০০০ হার্জ ফ্রিকুয়েন্সি রেসপন্স
  • ১৬ ওম ইম্পিডেন্স
  • ডাইনামিক সিঙ্গেল ড্রাইভার
  • মাইক্রোফোন
  • সিঙ্গেল বাটন নিয়ন্ত্রণ
  • সাউন্ডের ধরন : আনুপাতিক, ব্যাস, মিড ও ট্রেবল সুষমভাবে দিতে সক্ষম

ডিজাইন

ইনসিয়ার টি২ এর ডিজাইনে নতুনত্ব তেমন নেই। ধাতব ইয়ারবাড, নরম রাবারের তার ও ধাতব প্লাগে তৈরি হেডফোনটির ক্যাবল বিশেষভাবে শক্তপোক্ত করা হয়নি, তাই ব্যবহারে কিছুটা সাবধানে থাকতে হবে। তবে কানের সঙ্গে এটি ভালভাবে মানিয়ে যাবে, ওজনও খুব হালকা। তারটি নরম ব্রেইডেড হওয়ায় শরীরের সঙ্গে ঠেকে থাকলেও খারাপ লাগবে না।

তবে হেডফোনের সঙ্গে থাকা টিপ-গুলো কিছুটা পিচ্ছিল, অতএব সম্ভব হলে ফোমের টিপ ব্যবহার করাই উত্তম।

সাউন্ড

ব্যাস : যারা অতিরিক্ত ব্যাস পছন্দ করেন, তাদের জন্য সাবউফার ব্যাস এটি দিবে না। তবে সঠিক পরিমাণ, সুন্দর ব্যাস এই হেডফোনে পাওয়া যাবে। ফ্রিকুয়েন্সি কার্ভে দেখা যাচ্ছে ৬০ থেকে ১২৫ হার্জের ব্যাসের দিকেই এটির মূল ঝোঁক।

মিড : মিড, বা ভোকালের জন্য হেডফোনটি খুবই ভালো। অনেক ডাবল বা ট্রিপল ড্রাইভার হেডফোনের চেয়েও এর ভোকাল আরও পরিষ্কার, ব্যাসের সাথে মিশে যাওয়া জগাখিচুড়ি নয়।

ট্রেবল : সুন্দর ট্রেবল দিতে সক্ষম হেডফোনটি, তবে কানে লাগার মত নয়। মিডের সঙ্গে না মিশে সবগুলো বাদ্যযন্ত্র আলাদা আলাদা করে শোনা যাবে এই হেডফোনটিতে।

ইনসিয়ার টি২ এর মূল দিক হচ্ছে প্রতিটি বাদ্যযন্ত্র ও গায়ক/গায়িকার কন্ঠ আলাদা আলাদা ভাবে পরিষ্কার করে শোনাতে পারা। এই গুণের জন্য হেডফোনটি অনেক দামি হেডফোনের সমকক্ষ সাউন্ড দিতে সক্ষম।

অন্যান্য

সাউন্ডের দিকে নজর বেশি থাকায় মাইক্রোফোনের দিকে তেমন নজর দেয়া হয়নি, তাই সেদিকে হেডফোনটি খুব অসাধারণ নয়। হেডফোনটির বক্সে রয়েছে তিন সাইজের ইয়ারটিপ ও বহন করার জন্য পাউচ।

এক নজরে ভালো

  • সাউন্ড
  • দীর্ঘ সময় ব্যবহারে আরাম
  • সাউন্ডের স্বচ্ছতা অনেক নামী ব্র্যান্ডকে হার মানাবে

এক নজরে খারাপ

  • ইয়ারটিপগুলো কিছুটা পিচ্ছিল

মূল্য

বাজারে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন