![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন র্যানসমওয়্যার ব্যাড র্যাবিটের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই র্যানসমওয়্যার ঠেকিয়ে দিচ্ছে বাংলাদেশের অ্যান্টিভাইরাস রিভ।
এখন পর্যন্ত এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, তুরস্ক ও বুলগেরিয়াতেও হামলা হয়েছে।
রিভ অ্যান্টিভাইরাস নির্মাতারা জানান, শুরু হতেই এই র্যানসমওয়্যারগুলোকে চিহ্নিত করতে পারছে অ্যান্টিভাইরাসটি। এ জন্য সকল ব্যবহারকারীদের রিভ অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং উইন্ডোজ আপডেট রাখার পরামর্শ দিয়েছে তারা।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এই ব্যাড র্যাবিট বিষয়ে জানান, অ্যাডোবি আপডেটের মধ্যে একটি ম্যালওয়্যার লুকিয়ে থাকছে। এরপর কম্পিউটারে প্রবেশ করে তা গুরুত্বপূর্ণ ফাইল লক করে প্রতিষ্ঠানগুলোর কাছে মুক্তিপণ দাবি করছে।
তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে মুক্তিপণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কারণ মুক্তিপণ পেলেই যে হ্যাকাররা ফাইলগুলোর লক খুলে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি