![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের ম্যাসেঞ্জার অ্যাপের সাহায্যে পেপ্যাল ব্যবহার করা যাবে।
নতুন এ সেবায় জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে যুক্ত ব্যক্তিরা আর্থিক লেনদেন করতে পারবেন।
অনলাইনে অর্থ স্থানান্তরের জনপ্রিয় সেবাদানকারী প্রতিষ্ঠান পেপ্যাল সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর ঘোষণা দিয়েছে। বর্তমানে ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
সুবিধাটি ব্যবহার করতে হলে ম্যাসেঞ্জারে থাকা নীল রঙের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর সেখানে থাকা সবুজ রঙের পেমেন্টস অপশন বাটনে ক্লিক করে পেপ্যাল নির্বাচন করে অর্থ পাঠানো যাবে।
পেপ্যাল জানায়, সেবাটি দ্রুতই অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য আনা হবে।
অর্থ লেনদেন সুবিধার পাশাপাশি পেপ্যাল ব্যবহারকারীদের জন্য ফেইসবুক বট আনা হয়েছে, যা ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন, ব্যালেন্স ও অ্যাকাউন্টের তথ্য জানা যাবে।
জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি