![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উত্তর কোরিয়ার হ্যাকাররা যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যামথ স্ক্রিনের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে।
উত্তর কোরিয়ার ওপরে নির্মিত একটি টিভি সিরিজই ছিলো হ্যাকারদের প্রধান লক্ষ্য। মুক্তির অপেক্ষায় থাকা পলিটিক্যাল থ্রিলার টিভি সিরিজটির নাম অপজিট নম্বর। ২০১৪ সালে ১০ পর্বের সিরিজ নির্মাণের ঘোষণা দেওয়া হলেও অর্থায়নের অভাবে প্রকল্পটি আটকে ছিলো।
টিভি সিরিজটির কাহিনী গড়ে উঠেছে এক ব্রিটিশ পরমাণু বিজ্ঞানীকে নিয়ে। যাকে উত্তর কোরিয়া বন্দী হিসেবে আটক করে।
পিয়ংইয়ং এই টিভি সিরিজ নির্মাণের ঘোষাণা সম্পর্কে জানার পর, একে ‘অপমানজনক প্রহসন’ হিসেবে উল্লেখ করে। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার খাতিরে যুক্তরাজ্য সরকারকে তারা টিভি সিরিজটির কার্যক্রম চিরতরে বন্ধ করতে বলে।
সাইবার হামলার কারণে বড় ধরণের কোনো ক্ষতি হয়নি তবে বিষয়টি নিয়ে প্রযোজকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্য এক প্রযোজনা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বিষয়টিকে চুলে আগুন লাগার সঙ্গে তুলনা করেছেন।
এর আগে ২০১৪ সালে সনি পিকচার্সের হলিউড স্টুডিওতে হামলা চালিয়েছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা। সেসময় সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ওই সাইবার হামলার ফলে মুক্তির অপেক্ষায় থাকায় অনেক চলচ্চিত্র অনলাইনে ফাঁস হয়ে যায়। একইসঙ্গে সনির গোপন ইমেইল বার্তা প্রকাশের ফলে হলিউডের অনেক তারকাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
বিবিসি অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি