![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : প্রতিদ্বন্দ্বীদের বিশেষ ফিচার নিজেদের সাইটে যুক্ত করায় অনেক বারই সমালোচনার মুখে পড়েছে ফেইসবুক।
স্ন্যাপচ্যাটের অনুকরণে ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফেইসবুকে যুক্ত করা হয়েছে স্টোরিজ ও ফিল্টার (অগমেন্টেড রিয়েলিটি) ফিচার।
এবার পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনের মতো নিজেদের সাইটেও সিভি আকারে তথ্য তুলে ধরতে বিশেষ ফিচার চালু করতে যাচ্ছে ফেইসবুক।
শুরু থেকেই ব্যবহারকারীদের জন্য ফেইসবুক প্রোফাইলে পেশা ও শিক্ষা সংক্রান্ত তথ্য যুক্ত করার ব্যবস্থা ছিলো। তবে তা সিভি আকারে চাকরির বাজারে উপস্থাপনের উপায় ছিল না।
এখন পর্যন্ত অল্প কিছু ব্যবহারকারীই শুধু ‘ওয়ার্ক অ্যান্ড এডুকেশন’ অংশে বিভিন্ন তথ্য যোগ করতে পারছেন।
নতুন ফিচারে বর্তমান কর্মক্ষেত্র ছাড়াও পূর্বের কর্মক্ষেত্র, সেখানে চাকরির স্থায়ীত্বকাল ও পদবি যুক্ত করার অপশন দেওয়া হয়েছে। একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও বিস্তারিত তথ্য দিতে পারবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ব্যবহারকারী কোথায় চাকরি করছেন তা ‘আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার’ অপশনে টিক দিয়ে উল্লেখ করা যাবে।
তবে এই তথ্যগুলো সরাসরি প্রোফাইলে দেখানো হবে না। এ থেকে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র নির্বাচিত মানুষদের কাছেই ব্যবহারকারীরা সিভি আকারে নিজেদের কাজ ও শিক্ষা সংক্রান্ত তথ্য তুলে ধরতে পারবেন।
দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি