![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুসের জেড ৩৭০ সিরিজের অষ্টম প্রজন্মের মাদারর্বোড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। নতুন ৩৭০ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের অষ্টম প্রজন্মের কফি লেক প্রসেসর সার্পোট করে।
গেইমিং মাদারর্বোডগুলো হলো আরওজি ম্যাক্সিমাস এক্স হিরো (২৭,৫০০ টাকা)আরওজি স্টিরিক্স জেড ৩৭০-ই গেমিং (২১,৭০০ টাকা) আরওজি স্টিরিক্স জেড ৩৭০-এফ গেইমিং (১৯,৫০০), প্রাইম জেড ৩৭০-এ (১৮,৩০০ টাকা) এবং টাফ জেড ৩৭০ প্লাস গেমিং (১৬,১০০ টাকা)।
নতুন এই গেইমিং সিরিজের মাদারবোর্ডগুলো উম্মোাচন করা হয় গত বুধবার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের রিজিওনাল ম্যানেজার রুকসান এনথোনি জায়াওয়ারধানা, ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জিএম সমীর কুমার দাসসহ আরও অনেকে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি