![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক বিভ্রাটে কয়েক ঘণ্টা বিঘ্ন ঘটার পর ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট ব্যবহার ছেড়ে দিয়েছেন কয়েক লাখ ব্যবহারকারী।
এই ব্যবহারকারীরা বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের।
কোনো ওয়েবসাইটের সেবায় বিভ্রাট দেখা দিলে তা নিয়ে তথ্য প্রকাশকারী সাইট ডাউন ডিটেকটর জানায়, সোমবার হাজার হাজার ব্যবহারকারী স্ন্যাপ পাঠানো, স্ন্যাপ পাওয়া, লগইন করা আর সংযোগ পাওয়া নিয়ে অভিযোগ করেছেন।
তবে একদিন পরেই মঙ্গলবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে কারিগরি ত্রুটিটির কথা স্বীকার করেছে।
টুইটে বলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি আরও বেশি করে খতিয়ে দেখছে। তবে ইতোমধ্যে এমন সমস্যার কতা জানিয়ে ব্যবহারকারীরা টুইটারে তাদের হতাশার কথা বলছেন।
বিশ্বব্যাপী অন্তত ১৬ কোটি ৬০ লাখ মানুষ স্ন্যাপচ্যাট ব্যবহার করেন।
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি