![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে ব্যবসা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে তাইওয়ানভিত্তিক কম্পিউটার প্রযুক্তি কোম্পানি এসার।
ঢাকায় এক ব্যবসায়িক অংশীদার সম্মেলনে এ তথ্য জানান এসারের ভারতীয় অঞ্চলের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি।
প্রথম বাংলাদেশ সফরে এসে গত সোমবার ওই সম্মেলনে হরিশ বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে এশিয়া প্যসিফিক অঞ্চলের অন্যতম বাজার হিসেবে প্রাধান্য দিচ্ছে এসার। এখানে আরও বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে।
কোহলি বলেন, বাংলাদেশে প্রায় দশ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এসার। এবারই বাংলাদেশের স্থানীয় বাজার উন্নয়ন পরিকল্পনা ও ব্যবসায় উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ঢাকায় এসেছেন তিনি।
তিনি জানান, এসারের এস্পায়ার, সুইফট, স্পিন এবং সুইস সিরিজের ল্যাপটপগুলোতে অনন্য কিছু উদ্ভাবন আছে যা ব্যবহারকারীকে অনেক ভালো অভিজ্ঞতা দেবে। গেইমিং, ভার্চুয়াল রিয়েলিটি, আইওটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের সমন্বয়ে এইসব ল্যাপটপগুলোকে বাংলাদেশ বাজারে নেতৃত্ব দিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে এসারের ব্যবসায় কার্যক্রমের প্রধান পরামর্শক এসএম সাকিব হাসান বলেন, বাংলাদেশে দ্রুত বড় হওয়া প্রযুক্তিবাজারে অবদান রাখছে এসার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসার ভারতের প্রধান বিপণন কর্মকর্তা চন্দ্রাহাস পানিগারহি, ভোক্তা ব্যবসায় বিভাগের সহযোগী পরিচালক চন্দনা গুপ্ত।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি