![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন যুদ্ধ পরিকল্পনা জেনে গেছে উত্তর কোরিয়া। হ্যাকারদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার যৌথ যুদ্ধ পরিকল্পনা এখন উত্তর কোরিয়ার হাতে।
গত বছর সেপ্টেম্বরে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও এতদিনে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা লি চিউয়েল হি হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে চুরি হওয়া ৮০ শতাংশ নথির বিষয়বস্তুর কি ছিলো তা জানা যায়নি। হ্যাকিংয়ের বিষয়ে শিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।
এর আগে গত মে মাসে দক্ষিণ কোরিয়া জানায়, তাদের প্রচুর নথি চুরি হয়েছে। তারা আরও জানায় এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত থাকতে পারে। সেসময় এর বাইরে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
সাইবার হামলা চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়া এরই মধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এর আগে তারা বিভিন্ন দেশের সরকারি নথি, আর্থিক প্রতিষ্ঠান ও ফিল্ম স্টুডিওর কম্পিউটার সিস্টেমও তারা হ্যাক করে।
বিবিসি ও ফিন্যানশিয়াল টাইমস অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
তথ্যপ্রযুক্তি হোক মানব কল্যাণের বাহন ।