মার্কিন যুদ্ধ পরিকল্পনা উ. কোরিয়া হ্যাকারদের হাতে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন যুদ্ধ পরিকল্পনা জেনে গেছে উত্তর কোরিয়া। হ্যাকারদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার যৌথ যুদ্ধ পরিকল্পনা এখন উত্তর কোরিয়ার হাতে।

দেশটির ডিফেন্স ইন্টিগ্রেটেড ডাটা সেন্টার থেকে চুরি হওয়া নথিগুলোর মধ্যে কিম জং উনকে হত্যা করার পরিকল্পনাও ছিলো। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চুরি হয়ে যাওয়া এ সব নথির পরিমাণ ২৩৫ গিগাবাইট।

গত বছর সেপ্টেম্বরে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও এতদিনে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা লি চিউয়েল হি হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে চুরি হওয়া ৮০ শতাংশ নথির বিষয়বস্তুর কি ছিলো তা জানা যায়নি। হ্যাকিংয়ের বিষয়ে শিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।

Techshohor Youtube

russian-hacking-crime-TechShohor

এর আগে গত মে মাসে দক্ষিণ কোরিয়া জানায়, তাদের প্রচুর নথি চুরি হয়েছে। তারা আরও জানায় এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত থাকতে পারে। সেসময় এর বাইরে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

সাইবার হামলা চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়া এরই মধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এর আগে তারা বিভিন্ন দেশের সরকারি নথি, আর্থিক প্রতিষ্ঠান ও ফিল্ম স্টুডিওর কম্পিউটার সিস্টেমও তারা হ্যাক করে।

বিবিসি ও ফিন্যানশিয়াল টাইমস অবলম্বনে আনিকা জীনাত

১ টি মতামত

*

*

আরও পড়ুন