সুপার ব্যাকআপ অ্যাপস রিভিউ

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাতের স্মার্টফোনটিতে রাখা প্রয়োয়নীয় নম্বার, এসএমএস ইত্যাদি ভাইরাস আক্রমণে কিংবা ভুল ফরম্যাট দেয়ার কারণে রিমুভ হয়ে যেতে পারে। একবার রিমুভ হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। আবার ফোন হারিয়ে যাওয়ার ভয় তো রয়েছে। তাই প্রয়োজনীয় ফাইলগুলো ব্যাকআপ রাখা রাখলে সে দুশ্চিন্তা থাকে না।

এ জন্য বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে একটি হলো অ্যাপস ব্যবহার। স্মার্টফোনের প্রয়োজনীয় ফাইলগুলো ব্যাকআপ রাখার তেমনি একটি চমৎকার অ্যাপস হলো  ‘সুপার ব্যাকআপ।’

এক নজরে অ্যাপটির ফিচারগুলো হলো-
১. যে কোনো অ্যাপস ব্যাকআপ করা যায়।
২. অ্যাপটির সাহায্যে এসএমএস, কল লগ, ফোন নম্বর ইত্যাদি ব্যাকআপ রাখা যায়।

Techshohor Youtube

unnamed (1)

৩. ইচ্ছামত ফোল্ডারে ব্যাকআপ জমা রাখা যায়।
৪. স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ জিমেইল আইডিতে সেইভ করা যায়।
৫. অ্যাপটিতে সকল ব্যাকআপের সঠিক টাইম প্রর্দশন করে।

এ ঠিকানা থেকে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করা যাবে।

*

*

আরও পড়ুন