স্ন্যাপচ্যাটে আসছে ভার্চুয়াল ভাষ্কর্য!

Snapchat-techshohor

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : স্ন্যাপচ্যাটে নতুন কিছু আসছে এমনটাই দেখা গিয়েছে তাদের ওয়েবসাইটে।

তবে অগমেন্টেড রিয়েলিটির অগ্রদূত কোম্পানিটি ঠিক কি নিয়ে কাজ করছে তা নিয়ে তেমন কিছু  জানা যায়নি। তবে মজার ব্যাপার হচ্ছে তাদের সাইটে থাকা টাইমারটিকে সহজেই ফাঁকি দিয়ে নতুন ফিচার সম্পর্কে জেনে গেছেন অনেকেই।

Techshohor Youtube

প্রাথমিক ভাবে নতুন ফিচার হিসেবে শিল্পী জেফ কুনসের বিখ্যাত বেলুনে তৈরি প্রাণীর পুতুল যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু স্থানে দাঁড়িয়ে স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় ছবিতে দেখা যাবে। তবে এই বিশেষ স্থানে ভার্চুয়াল শিল্প স্থাপনা দেখানোর এই টুলটি স্ন্যাপচ্যাট অন্যান্য শিল্পীদের কাছেও পৌঁছে দেবে বলে ধারণা করা হচ্ছে।

অগমেন্টেড রিয়েলিটিতে তৈরি শিল্পকলা আর্টের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সবাই মনে করছেন। এছাড়াও বিজ্ঞাপনের জন্য এরূপ ভার্চুয়াল বিলবোর্ড দেখানোর ব্যবস্থা স্ন্যাপচ্যাটে যুক্ত হতে যাচ্ছে, যা পণ্য বিপণনে বেশ কাজে আসবে।

এনগ্যাজেট অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন