Header Top

গুগল ক্রোমে পরিবর্তন আসছে

crome-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উন্মোচনের পর থেকে আজ পর্যন্ত গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের ইন্টারফেইসে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

তবে এবার গুগল তার ক্রোম ব্রাউজারে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে।

ক্রোমে সেটিংসসহ আরও অসংখ্য ফিচার আছে সেগুলো খুঁজে বের করাই মুশকিল। নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যা দূর করা হবে। কারণ এতে যুক্ত করা হচ্ছে ‘ফাইন্ড ইন পেইজ’ নামে একটি সার্চ অপশন।

crome-techshohor

ফোন থেকে যারা ক্রোম ব্যবহার করেন তাদের জন্য পেইজটি আরও টাচ ফ্রেন্ডলি করা হচ্ছে। সবচেয় বড় পরিবর্তনটি আসছে পেইজটির ইন্টারফেইসে।

কালার স্কিম ও টাইপোগ্রাফিতে বদল আনার পাশাপাশি সার্চের গুণগত মানও বৃদ্ধি করা হচ্ছে ক্রোমের নতুন পেইজের জন্য। সতর্কবার্তা দেখানোর ক্ষেত্রে সহজ ভাষা ব্যবহার করা হবে। ক্রোমের কতো নম্বর সংস্করণ ব্যবহার করা হচ্ছে ডিসপ্লেতে সেটাও লেখা থাকবে।

অ্যান্ড্রয়েড পুলিশ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন