গভীর পানিতে ছবি তুলবে গোপ্রোর নতুন ক্যামেরা

gopro-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গোপ্রো নতুন মডেলের একটি ক্যামেরা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যামেরাটি দিয়ে পানির ১৬ ফুট গভীরে ছবি তুলতে পারবে এটি। একই সঙ্গে এটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করতে পারবে।

এতে রয়েছে দুটি ফিশ আই লেন্স। যা দিয়ে ৫ দশমিক ২কে রেজ্যুলেশনের ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৩০ টি ফ্রেম ধারণ করবে।

Techshohor Youtube

gopro-techshohor

ক্যামেরাটি ১৬ ফুট পানির নিচ পর্যন্তও ছবি ধারণ করতে সক্ষম। ক্যামেরাটি ১০টি ভাষায় নির্দেশনা গ্রহণ করতে পারবে। এছাড়াও, এতে থাকছে অটোমেটিক ডিজিটাল স্ট্যাবিলাইজেশন।

ক্যামেরাটি একাই ছয়টি সাধারণ গোপ্রোর মতো শক্তিশালী। তাই এর দামও বাজারে থাকা ক্যামেরাগুলোর চেয়ে ৪০ শতাংশ বেশি। ৬৯৯ ডলার দামের ক্যামেরাটি বছরের শেষ নাগাদ সীমাত আকারে বাজারে আনা হবে। পুরোপুরিভাবে বাজারে ছাড়া হবে ২০১৮ সালে।

ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন