শার্পের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড

Vivitek-Qumi-Q3-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাপানিজ ব্র্যান্ড শার্পের বাংলাদেশি পরিবেশক হয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

এখন থেকে দেশে শার্পের ডিজিটাল মাল্টিফাংশনাল কপিয়ার, ইন্টার‍্যাক্টিভ ওয়াইড বোর্ড ও লার্জ ফরমেট ডিসপ্লে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

Yoga-book-techshohor

Techshohor Youtube

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে শার্পের এমন পণ্য তারাই প্রথম পরিবেশক হিসেবে নিয়ে আসছে। তাই এখন থেকে ক্রেতারা নিশ্চিতে ওয়ারেন্টিসহ অন্যান্য সেবাসহ গ্লোবাল ব্র্যান্ড থেকে পণ্যগুলো কিনতে পারবেন।

শার্পের এমন পণ্য কিনতে এখন গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় যোগাযোগ করা যাবে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন