![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ১৯ বছরের পা দিলো গুগল। ১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে সের্গেই ব্রিন এবং ল্যারি পেইজ তৈরি করেছিলেন সার্চ জায়ান্টটি।
১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন দুজন। তারা যখন কাজ শুরু করেছিলেন, তখন সার্চ ইঞ্জিন কী জিনিস, সে বিষয়ে কারো কোনো ধারণা ছিল না। নিজেদের হলের রুমে বসে কাজ করেই শুরুটা হয়েছিলো আজকের ইন্টারনেট জায়ান্ট গুগলের।
১৯ বছর জন্মদিন উলপক্ষ্যে বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে গুগলে। সেই ডুডলে ক্লিক করলে গুগলের জন্মদিন সম্পর্কে সার্চ তথ্য প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য গুগলের জন্মদিন নিয়ে বেশি দ্বিধায় ছিলো ২০০৬ সাল পর্যন্ত। সবমিলিয়ে মোটামুটি ছয়দিন গুগলের জন্মদিন হিসেবে উঠে এসেছে। তবে প্রতিষ্ঠানের দুই কর্ণধার সের্গেই ব্রিন এবং ল্যারি পেইজ ২৭ সেপ্টেম্বরকে গুগলের জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।
বিশ্বের সবচেয়ে বড় সার্চ জায়ান্টটির জন্মদিনে অনেকেই শুভকামনা জানিয়েছেন।
তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি