![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীন সরকারের হাতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট।
নিরাপত্তা সংক্রান্ত এক বিবৃতিতে তারা জানিয়েছে, লম্বা সময়ের জন্য হয়তো আমরা ব্যবহারকারীদের তথ্য ধরে রাখতে, সংরক্ষণ ও প্রকাশ করতে পারি।
সেখানে তারা স্পষ্টভাবেই জানিয়ে দেয়, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি কোনো দফতর যদি তথ্য চাইলে তারা তা সরবরাহ করবে। কোর্ট অর্ডার বা আইনি প্রক্রিয়ার কাজেও তারা তথ্য সরবরাহের কথা জানায়।
চীনের সবচেয়ে জনপ্রিয় এই ম্যাসেজিং সার্ভিস হচ্ছে উইচ্যাট। নতুন নিরাপত্তা নীতিমালার আওতায় ব্যবহারকারীর নাম, ইমেইল, কনট্যাক্ট ও ঠিকানাসহ সব কিছুই এখন চীন সরকারের হাতে চলে যাবে।
সম্প্রতি চীন সরকার ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় উইচ্যাট ব্যবহার কারীদেরকে সর্তক করতে এই ঘোষণা দিলো।
দ্য নেক্সট ওয়েব অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি