ঢাকায় চতুর্থ আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজন করা হয়েছে ‘আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম’। কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিজিটাল ক্লাসরুমে।

এতে বক্তব্য রাখেন ঢাকা চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীনসহ আরও অনেকেই।

Internet-Society-4th-IETF-techshohor

Techshohor Youtube

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সদস্যসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ও অন্যান্য বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

একইসঙ্গে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘ইন্টারকমিউনিটি২০১৭’ শিরোনামে ইন্টারনেট সোসাইটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়।

কর্মশালায় জানানো হয়, আগামী ১১ থেকে ১৭ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইইটিএফের ১০০তম সম্মেলন। মূলত এই সম্মেলনসহ আইইটিএফের পরবর্তী কর্মসূচীগুলোতে বাংলাদেশের ইন্টারনেট প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই আউটরিচ গ্রোগ্রাম পরিচালিত হচ্ছে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন