Techno Header Top and Before feature image

অ্যামাজনের সার্ভারে ৪০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস

MyTWC-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিল পরিশোধের জন্য ব্যবহৃত টাইম ওয়ার্নার ক্যাবল (মাইটিডাব্লুসি) অ্যাপটিতে ব্যবহারকারীদের দেওয়া নানা গুরুত্বপূর্ণ তথ্য পাসওয়ার্ড বিহীন অবস্থায় অ্যামাজনের সার্ভারে পাওয়া গেছে।

গত ২৪ আগস্ট প্রায় ৪০ লাখ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ফাইলগুলো অরক্ষিত অবস্থায় খুঁজে পায় ডিজিটাল সিকিউরিটি রিসার্চ সেন্টার ক্রোমটেক।

MyTWC-techshohor

এক ব্লগ পোস্টে শুক্রবার তারা জানায়, সেখানে থাকা ফাইলগুলোর আকার ছয়শ’ গিগাবাইটেরও বেশি। প্রতিটি ফাইলেই আছে ব্যবহারকারীদের নাম, অর্থ লেনদেনের আইডি, অ্যাকাউন্ট নম্বর, ম্যাক অ্যাড্রেস ও ম্যাকের সিরিয়াল নম্বর।

এবিষয়ে টাইম ওয়ার্নার ক্যাবলের মাদার কোম্পানি চার্টার কমিউনিকেশন এক ই-মেইলে জানায়, মাইটিডাব্লুসি অ্যাপ ব্যবহারকারীদের তথ্য অন্যান্য সাইটেও দেখা যাচ্ছে বলে  এক বিক্রেতা তাদেরকে সতর্ক করে।

ফাইলগুলো অবস্থান চিহ্নিত করার পরই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।

তথ্য ফাঁসের ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে ব্রডসফট নামে আরেকটি কমিউনিকেশন কোম্পানির বিরুদ্ধে। তাদের একটি ইউনিট (দল) মাইটিডাব্লুসি অ্যাপ নির্মাণের সঙ্গে জড়িত ছিলো।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও এবিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন