![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যালুমিনিয়াম বডির নতুন ক্রোমবুক উন্মোচন করেছে এসার। ‘ক্রোমবুক ১৫’ মডেলের ডিভাইসটি পূর্বের সংস্করণগুলো থেকে আরো বেশি প্রিমিয়াম ও রয়েছে উন্নত ব্যাটারি।
ডিভাইসটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ০.৭৪ ইঞ্চি পুরত্বের ক্রোমবুকটির ওজন মাত্র ৩.৭৫ পাউন্ড। ডুয়েল কোর সেলেরন ও কোয়াড কোর পেন্টিয়াম এই দুইটি প্রসেসরের সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি।
ডিভাইসটির ৪ ও ৮ জিবি র্যাম সংষ্করণ যথাক্রমে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে।
ক্রোম অপারেটিং সিস্টেম চালিত অপারেটিং সিস্টেমটিতে রয়েছে ওয়াইফাই, দুইটি ইউএসবি সি টাইপ পোর্ট, ইউএসবি থ্রি, ব্লুটুথ ও হেডফোন জ্যাক সুবিধা। এতে দুইটি স্পিকার রয়েছে যেটায় ভালো মানের সাউন্ড পাওয়া যাবে। এ ছাড়া কিবোর্ডে যুক্ত করা হয়েছে ব্যাকলাইট।
এবার এসার ডিভাইসটিতে ব্যাটারি দিকে নজর দিয়েছে নির্মাতারা। একবার সম্পূর্ণ চার্জ করলে টানা ১২ ঘণ্টার ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে বলছে এসার। ক্রোমবুকটির দাম শুরু হয়েছে ৩৯৯ মার্কিন ডলার থেকে।
দ্য ভার্জ অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি