![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে উবারকে টক্কর দিতে ভালোই এগিয়েছে অ্যাপভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান গ্র্যাব। উবার এবার অনেকটাই বিচলিত হয়ে নানা পথ খুঁজছে কিভাবে তাদের সেবাকে আরোও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
সেই পথ সহজ করতে এবার সিঙ্গাপুরে নতুন কৌশল নিতে যাচ্ছে উবার। ইতোমধ্যে তারা দেশটিতে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান কমফোর্টডেলগ্রো কর্পোরেশন লিমিটেডের সঙ্গে একটি বৈঠিকে মিলিত হয়েছে।
বৈঠকটিকে অনেকেই ‘এক্সক্লুসিভ’ বৈঠক হিসেবেই বিবেচনায় নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ওই বৈঠকে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা একসঙ্গে কাজ করার কথা বলেছেন।
ট্যাক্সি ফার্মটি বৈঠক শেষে এক বিবৃতিতে বলেছে, তারা উবারের সঙ্গে মিলে কাজ করতে চায়। এজন্য উবারও অনেকটা আগ্রহ প্রকাশ করেছে। এখন প্রতিষ্ঠান দুটি একসঙ্গে দেশটিতে ট্যাক্সি সেবা দিতে চুক্তিও করবে।
সিঙ্গাপুরের রাস্তায় কমফোর্টডেলগোর ১৫ হাজারের মতো ট্যাক্সি চলে। এই টাইআপের ফলে উবার অ্যাপের সাহায্যে প্রতিষ্ঠানটির ট্যাক্সি পাওয়া যাবে।
তবে চুক্তি সম্পর্কে প্রতিষ্ঠান দুটির কোনো কর্মকর্তাই মন্তব্য করতে চাননি।
গ্র্যাব দক্ষিণপূর্ব এশিয়ার বাজারে অনেকটাই আধিপত্য বিস্তার করে আছে। যেখানে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে ট্যাক্সি সেবা দিয়ে থাকে। এই বাজারে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে ৯৫ শতাংশ দখলে রেখেছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ৭১ শতাংশ বাজার দখলে রেখেছে গ্র্যাব।
সাতটি দেশে কমফোর্টডেলগোর বাস, ট্যাক্সি ও অন্যান্য যানবাহন মিলে ৪৪ হাজার গাড়ি রয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার বাজারে আধিপত্য করতে নানা ধরনের কৌশলে যাচ্ছে উবার।
ইমরান হোসেন মিলন