রিম্যাক্স রিইউ গেইমপ্যাড, মান বিচারে দামে পোষায়

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইম যে ডিভাইসেই খেলা হোক না কেনো একটি ভালো কন্ট্রোলার গেইমারের অভিজ্ঞতা বদলে দেয়।

সাধারণত কম্পিউটারের সঙ্গে আমরা কন্ট্রোলার ব্যবহার না করলেও আজকাল প্রচুর মোবাইল গেইম কন্ট্রোলার সমর্থন করে। কিন্তু ভালোমানের ব্লুটুথ কন্ট্রোলার পাওয়া কঠিন বৈকি। জনপ্রিয় মোবাইল অ্যাক্সেসরিজ নির্মাতা রিম্যাক্স সম্প্রতি কন্ট্রোলার তৈরিতে হাত দিয়েছে। চলুন সেটি দেখা যাক রিম্যাক্সের একটি কন্ট্রোলার।

Techshohor Youtube

এক নজরে রিম্যাক্স রিইউ আরওয়াই-০১

  • এক্সবক্স ৩৬০ কন্ট্রোলারের ন্যায় ডিজাইন
  • গ্লসি, শক্ত প্লাস্টিক বডি
  • রাবার গ্রিপ
  • ব্লুটুথ, ইউএসবি কানেকশন
  • আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ-সবখানেই ব্যবহারের সুবিধা
  • ৫৫০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি, দীর্ঘ সময় চলতে সক্ষম
  • বেশ বড়সড় মোবাইল ধরে রাখার জন্য পোক্ত স্ট্যান্ড

কন্ট্রোলারটির ডিজাইন প্রায় পুরোটাই নেয়া হয়েছে এক্সবক্স ৩৬০ কন্ট্রোলার থেকে। তবে দুপাশে রাবার গ্রিপ, বেশ ভারী গড়ন ও উন্নতমানের স্টিক ও বাটনের ব্যবহার এটিকে প্রিমিয়াম পর্যায়ে নিয়ে গেছে। গ্লসি প্লাস্টিকের স্থানে ম্যাট প্লাস্টিক ব্যবহার সম্ভবত আরও ভালো হতো,  কন্ট্রোলারে হাতের ছাপ পড়াই স্বাভাবিক। তবে সেটি বড় ধরণের সমস্যা নয়।

এক্সবক্স ৩৬০ কন্ট্রোলার হওয়ায় এতে চারটি বাটন, ডিপ্যাড, দুটি থাম্বস্টিক, দুটি ট্রিগার ও দুটি শোলডার বাটন রয়েছে। বাটনগুলো বেশ ট্যাকটাইল, ডিপ্যাড যথেষ্ট ক্লিকি ও ট্রিগারগুলোর ফিডব্যাক ভালো।

এছাড়াও অ্যান্ড্রয়েডের জন্য মেনু, ব্যাক ও হোম বাটন রয়েছে। এর মাঝে হোম বাটনটি পেয়ারিং মোড ও পাওয়ার ও নিয়ন্ত্রণ করে থাকে।

কন্ট্রোলারটির সামনে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যার মাধ্যমে ডিভাইসটি চার্জ করার পাশাপাশি ইউএসবি’র মাধ্যমেও ব্যবহার করা যাবে। সাথে থাকা ইউএসবি ক্যাবলটি যথেষ্ট বড় ও উন্নতমানের।

তাই ক্যাবল নিয়ে নিশ্চিন্তে থাকা যাবে। ফোনের সাথে সংযুক্ত অবস্থায় খেলার জন্য গেমপ্যাডটির সাথে একটি স্ট্যান্ড দেয়া হয়েছে, যা শক্ত লকের মাধ্যমে কন্ট্রোলারের সাথে যুক্ত করে তবেই তাতে ফোন রাখা যাবে। তবে স্ট্যান্ডটির অ্যাঙ্গেল বদলানোর উপায় নেই।

উইন্ডোজের সাথে ব্যবহারের জন্য তার ব্যবহার করতেই হবে-বলা যেতে পারে গেমপ্যাডটির এটি একটি খারাপ দিক।

এক নজরে ভালো

  • এক্সবক্স ৩৬০ লেআউট, সহজেই হাতে মানিয়ে যায়
  • ভালো বিল্ড কোয়ালিটি
  • তিন ধরনের ডিভাইসে ব্যবহার করা যাবে
  • ট্যাকটাইল বাটন ও স্টিক

এক নজরে খারাপ

  • অপেক্ষাকৃত চড়া মূল্য
  • মোবাইল চার্জ দেয়ার ব্যবস্থা নেই
  • উইন্ডোজের সাথে তারবিহীনভাবে ব্যবহার করা যাবে না

মূল্য

বাজারে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে গেইমপ্যাডটি পাওয়া যাচ্ছে।

এসএম তাহমিদ

*

*

আরও পড়ুন