Header Top

পেটেন্ট নিবন্ধনে শীর্ষে আইবিএম

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পেটেন্ট নিবন্ধনে চলতি বছর শীর্ষে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটি চলতি বছর ৫ হাজার ৭৯৭টি পেটেন্ট নিবন্ধন করেছে।

মার্কিন অনলাইন জার্নাল কোয়ার্টজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ‍্য জানা যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তৃতীয়,চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে ইন্টেল, গুগল ও মাইক্রোসফট।

চলতি বছর স্যামসাং প্রতিদিন গড়ে ১৯টি পেটেন্ট নিবন্ধন করেছে। ফলে প্রতিষ্ঠানটির পেটেন্ট নিবন্ধনের সংখ‍্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৪৩ টি।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের পেটেন্ট সংখ‍্যা ২ হাজার ৬৪ টি। ইন্টারনেট জায়ান্ট গুগল ও সফট জায়ান্ট মাইক্রোসফটের পেটেন্ট সংখ‍্যা যথাক্রমে ১ হাজার ৭৭৫ ও ১ হাজার ৬৭৩ টি।

১ হাজার ৫৫৯টি পেটেন্ট নিয়ে তালিকায় মাইক্রোসফটের পরে রয়েছে টেক জায়ান্ট অ‍্যাপল। এরপর পরেই রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ‍্যামাজন ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। প্রতিষ্ঠানটি দুটির পেটেন্ট সংখ‍্যা যথাক্রমে ১ হাজার ১৪২ ও ৩৬৩টি।

সিনেট অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন