![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড পেয়েছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের তৈরি মোবাইল অ্যাপ ঢাকা পাবলিক টয়লেট।
ভারতের নয়া দিল্লিতে এম বিলিয়ন্থ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুক্রবার প্রেনিউর ল্যাবের প্রতিনিধিদের পুরস্কার তুলে দেয় ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।
প্রতি বছর সারা বিশ্ব থেকে উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য সেরা অ্যাপগুলোকে পুরস্কৃত করে আসছে ওয়ার্ল্ড সামিট। এবার জাতিসংঘের আওতাভুক্ত দেশগুলো থেকে ৪৫১টি অ্যাপ প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছিল। তার মধ্যে থেকে বাছাইকৃত সেরা অ্যাপগুলোকে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৬ দেওয়া হয়েছে।
পাবলিক টয়লেট অ্যাপ নির্বাচিত হয়েছিল স্মার্ট সেটেলমেন্ট এবং আরবানাইজেশন বিভাগে সেরা অ্যাপ হিসেবে।
অ্যাপটি তৈরিতে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)। অ্যাপটি নিয়ে কাজ করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব সঙ্গে কারিগরি সহায়তা দিয়েছে ওয়াটার এইড বাংলাদেশ।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি